Adh-Dhaariyat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًۭا ﴾
“and those that carry the burden [of heavy clouds],”
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, [১] [১] وَقْرٌ প্রত্যেক সেই বোঝা, যা কোন প্রাণী বহন করে। حاملات থেকে বুঝানো হয়েছে এমন সব হাওয়াকে যা মেঘমালা বহন করে। কিংবা এমন মেঘমালা যা পানির বোঝা বহন করে। যেমন, চতুষ্পদ প্রাণীরা মালপত্রের বোঝা বহন করে।