Adh-Dhaariyat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِنَّكُمْ لَفِى قَوْلٍۢ مُّخْتَلِفٍۢ ﴾
“Verily, [O men,] you are deeply at variance as to what to believe:”
তোমরা তো পরস্পর-বিরোধী কথায় লিপ্ত। [১] [১] অর্থাৎ, হে মক্কাবাসী! তোমাদের কোন ব্যাপারে আপোসের ঐকমত্য নেই। আমার নবীকে তোমাদের মধ্যে কেউ বলে যাদুকর। কেউ বলে কবি। কেউ বলে জ্যোতিষী। আবার কেউ বলে মিথ্যুক। অনুরূপ কেউ কিয়ামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। আবার কেউ সন্দেহ প্রকাশ করে। এ ছাড়া এক দিকে তোমরা আল্লাহকে স্রষ্টা ও আহারদাতা বলে স্বীকার কর। আবার অন্য দিকে অপরকেও উপাস্য বানিয়ে রেখেছ!