At-Tur • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍۢ يَلْعَبُونَ ﴾
“all those who [throughout their lives] but idly played with things vain –”
যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। [১] [১] অর্থাৎ, যারা নিজেদের কুফরী ও বাতিল কর্মকান্ডেই মগ্ন এবং সত্যকে মিথ্যাজ্ঞান ও ঠাট্টা-বিদ্রূপ করার কাজে ব্যস্ত।