At-Tur • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَكِتَٰبٍۢ مَّسْطُورٍۢ ﴾
“Consider [God’s] revelation, inscribed”
শপথ কিতাবের, যা লিখিত আছে, [১] [১] مَسْطُوْرٍ এর অর্থ হল লিপিবদ্ধ। লিখিত বস্তু। কিন্তু এখানে তা থেকে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়েছে। যেমন, কুরআন মাজীদ, লাওহে মাহফূয, সমস্ত অবতীর্ণ কিতাব অথবা মানুষের সেই আমলনামা, যা ফিরিশতাগণ লিখে থাকেন।