At-Tur • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍۢ يَتَسَآءَلُونَ ﴾
“And they [who are thus blest] will turn to one another, asking each other [about their past lives].”
তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে, [১] [১] আপোসে তারা একে অপরকে দুনিয়ার অবস্থার কথা জিজ্ঞাসা করবে যে, তারা কোন্ অবস্থার মধ্যে জীবন-যাপন করত এবং ঈমান ও আমলের দাবীসমূহ কিভাবে পূরণ করত?