At-Tur • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ ﴾
“Consider the vault [of heaven] raised high!”
শপথ সমুন্নত ছাদের, [১] [১] এ থেকে আকাশ বুঝানো হয়েছে যা পৃথিবীর জন্য ছাদস্বরূপ। কুরআনের অন্যত্র এটাকে 'সুরক্ষিত ছাদ' বলা হয়েছে। {وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَهُمْ عَنْ آيَتِهَا مُعْرِصُوْنَ} سورة الأنبياء ৩২ কেউ কেউ এ থেকে আরশ বুঝিয়েছেন। যা সমস্ত সৃষ্টিকুলের জন্য ছাদ।