An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ ﴾
“by the lote-tree of the farthest limit,”
সিদরাতুল মুনতাহার নিকট।[১] [১] এটা হল মি'রাজের রাতে যে জিবরীল (আঃ)-কে তাঁর আসল আকৃতিতে দেখেছিলেন, তারই বর্ণনা। এই 'সিদরাতুল মুন্তাহা' হল ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল (বরই) গাছ। আর এটাই শেষ সীমা। এর উপরে কোন ফিরিশতা যেতে পারেন না। ফিরিশতাকুল আল্লাহর বিধানাদিও এখান থেকেই গ্রহণ করেন।