An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ ﴾
“Does man imagine that it is his due to have all that he might wish for,”
মানুষ যা আশা করে, তাই কি সে পায়? [১] [১] অর্থাৎ, এরা যে চায়, এদের এই উপাস্যগুলো এদের উপকার করুক এবং এদের হয়ে সুপারিশ করুক, এটা কখনোই সম্ভব নয়।