An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ ﴾
“and that it is He alone who frees from want and causes to possess;”
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন, [১] [১] অর্থাৎ, কাউকে এত ধন-সম্পদ দান করেন যে, সে কারো মুখাপেক্ষী হয় না এবং তার যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যায়। আর কাউকে এত সম্পদ দেন যে, তার নিকট প্রয়োজনের অতিরিক্ত বেঁচে যায় এবং সে তা সংরক্ষিত রাখে।