An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ ﴾
“and that it is He alone who sustains the brightest star;”
আর এই যে, তিনি লুব্ধক নক্ষত্রের প্রতিপালক।[১] [১]( (লুব্ধক বা সিরিয়াস নক্ষত্র।) রব্ব তথা প্রতিপালক তো তিনিই সকল বস্তুর। এখানে এই তারার নাম এই জন্য উল্লেখ করেছেন যে, আরবের কোন কোন গোত্র তার পূজা করত।