An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ذُو مِرَّةٍۢ فَٱسْتَوَىٰ ﴾
“[an angel] endowed with surpassing power, who in time manifested himself in his true shape and nature,”
প্রজ্ঞাসম্পন্ন,[১] সে (জিবরীল নিজ আকৃতিতে) স্থির হয়েছিল, [১] এর দ্বিতীয় অর্থঃ বলবান। এ থেকে ফিরিশতা জিবরীল (আঃ)-কে বুঝানো হয়েছে; যিনি প্রচন্ড দৈহিক শক্তির অধিকারী। এই ফিরিশতাই নবী করীম (সাঃ)-এর নিকট অহী নিয়ে এসেছেন এবং তাঁকে শিক্ষা দিয়েছেন।