An-Najm • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ ﴾
“and then drew near, and came close,”
অতঃপর সে তার (রসূল)এর নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। [১] [১] অর্থাৎ, অতঃপর যমীনে অবতরণ করলেন এবং ধীরে ধীরে নবী করীম (সাঃ)-এর নিকটবর্তী হলেন।