Ar-Rahmaan • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ ﴾
“whereas the invisible beings He has created out of a confusing flame of fire.”
এবং জ্বিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। [১] [১] এ থেকে উদ্দেশ্য সর্বপ্রথম জ্বিন। সে হল আবুল জ্বিন তথা জ্বিনদের (আদি) পিতা। অথবা জ্বিন এখানে 'জিন্স' (জাতি) হিসাবে ব্যবহূত হয়েছে। যেমন অনুবাদও 'জাতি' অর্থে করা হয়েছে। مَارِجٍ বলা হয়, আগুন থেকে উঁচু হয়ে ওঠা শিখাকে।