Ar-Rahmaan • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمِن دُونِهِمَا جَنَّتَانِ ﴾
“And besides those two will be yet two [other] gardens -”
এই জান্নাত দুটি ছাড়া আরো দু’টি জান্নাত রয়েছে। [১] [১] دُوْنِهِمَا থেকে এ কথা প্রমাণ করা হয়েছে যে, এই বাগান দু'টো মর্যাদা ও ফযীলতের দিক দিয়ে পূর্বের সেই বাগান দু'টির চেয়ে কম হবে, ৪৬নং আয়াতে যার কথা উল্লিখিত হয়েছে।