Ar-Rahmaan • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فِيهِمَا فَٰكِهَةٌۭ وَنَخْلٌۭ وَرُمَّانٌۭ ﴾
“In both of them will be [all kinds of] fruit, and date-palms and pomegranates.”
সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। [১] [১] প্রথমোক্ত দুই বাগানের বিশেষণ সম্পর্কে বলা হয়েছে যে, প্রতিটি ফল দু'প্রকারের হবে। তাহলে এটা স্পষ্ট যে, তাতে মর্যাদা বৈশিষ্ট্যের যে আধিক্য রয়েছে, তা শেষোক্ত দুই বাগানের ক্ষেত্রে নেই।