Al-Qalam • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ ﴾
“Or [do they think] that the hidden reality [of all that exists] is within their grasp, so that [in time] they can write it down?”
তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে রাখে? [১] [১] অর্থাৎ, তারা অদৃশ্য বিষয়ে জ্ঞাত নাকি? 'লাওহে মাহফূয' তাদের আয়ত্তে নাকি যে, সেখান থেকে যে কথা তারা চায়, তা সংগ্রহ করে নেয় (লিখে নেয়)? এই জন্য তারা তোমার আনুগত্য করার এবং তোমার উপর ঈমান আনার কোন প্রয়োজন মনে করে না। এর জওয়াব হল, না, এমন কক্ষনো নয়।