Al-Qalam • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ ﴾
“[Be patient:] for this is nought else but a reminder [from God] to all mankind.”
অথচ তা তো বিশ্বজগতের জন্য উপদেশই। [১] [১] যখন প্রকৃত ব্যাপার হল এই যে, এ কুরআন মানব-দানবের জন্য হিদায়াত ও পথপ্রদর্শক স্বরূপ এসেছে, তখন তাকে যে নিয়ে এসেছে এবং তার যে বর্ণনাকারী সে পাগল কিভাবে হতে পারে?