Al-Haaqqa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍۢ وَاهِيَةٌۭ ﴾
“and the sky will be rent asunder - for, frail will it have become on that Day -;”
আর আকাশ বিদীর্ণ হয়ে অসার হয়ে পড়বে। [১] [১] অর্থাৎ, তাতে কোন শক্তি এবং মজবুতী থাকবে না। আর যে জিনিস ফেটে টুকরো টুকরো হয়ে যায় তাতে মজবুতী কিভাবে থাকতে পারে?