Al-Haaqqa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ ﴾
“Oh, would that this [death of mine] had been the end of me!”
হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত! [১] [১] অর্থাৎ, যদি মৃত্যুটাই আমার শেষ ফায়সালা হত এবং পুনরায় আমাকে জীবিত না করা হত, তাহলে এই মন্দ দিন আমাকে দেখতে হত না।