Al-Haaqqa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ ﴾
“[and] all my power of argument has died away from me!"”
আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।’ [১] [১] অর্থাৎ, যেমন আমার মাল আমার কোন উপকারে এল না, অনুরূপ উচ্চপদ, মর্যাদা, আধিপত্য ও রাজত্বও আমার কোন কাজে দিল না। আজ আমি একাই এখানে সাজা ভুগতে বাধ্য।