Al-Haaqqa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَمَا لَا تُبْصِرُونَ ﴾
“as well as all that you cannot see!”
এবং যা তোমরা দেখতে পাও না। [১] [১] অর্থাৎ, আল্লাহর সৃষ্টি করা এমন সব জিনিস, যা মহান আল্লাহর অস্তিত্ব এবং তাঁর কুদরত তথা মহাশক্তিকে প্রমাণ করে। সেগুলো তোমরা দেখতে পাও বা না পাও, সেগুলোর শপথ! পরে আসছে শপথের জবাব।