Al-Haaqqa • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ ﴾
“We would indeed have seized him by his right hand,”
তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম, [১] [১] অথবা ডান হাত দ্বারা পাকড়াও করতাম। কেননা, ডান হাত দ্বারা দৃঢ়তার সাথে পাকড়াও করা যায়। অবশ্য আল্লাহর উভয় হাতই ডান হাত; যেমন এ কথা হাদীসে এসেছে।