Al-Ma'aarij • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ۞ إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ﴾
“VERILY, man is born with a restless disposition.”
মানুষ তো সৃজিত হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে। [১] [১] অত্যধিক লোভী এবং বেশী হা-হুতাশকারীকে هَلُوعٌ বলা হয়। কেননা, এমন ব্যক্তিই কৃপণ ও লোভী হয় এবং খুব বেশী হা-হুতাশ করে। পরের আয়াতে তারই গুণ বর্ণিত হয়েছে।