Al-Ma'aarij • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ ﴾
“for such as ask [for help] and such as are deprived [of what is good in life];”
ভিক্ষুক ও বঞ্চিতের। [১] [১] বঞ্চিতের মধ্যে সে ব্যক্তিও শামিল যে রুযী হতে বঞ্চিত। আর সে ব্যক্তিও শামিল, যে আসমান ও যমীন থেকে আগত কোন বিপদে আক্রান্ত হওয়ার ফলে পুঁজি হতে বঞ্চিত (পুঁজিহারা, দেউলিয়া) হয়ে গেছে এবং সে ব্যক্তিও এর মধ্যে শামিল, যে অভাবী হওয়া সত্ত্বেও ভিক্ষা, যাচ্ঞা বা হাত পাতার অভ্যাস না থাকার কারণে মানুষের দান-সাদাকা থেকে বঞ্চিত থাকে।