Al-Ma'aarij • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ ﴾
“and who accept as true the [coming of the] Day of Judgment;”
আর যারা কর্মফল দিবসকে সত্য বলে জানে। [১] [১] অর্থাৎ, সে এ দিনকে না অস্বীকার করে। আর না সে তার ব্যাপারে কোন সন্দেহ পোষণ করে।