Nooh • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ مَّا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًۭا ﴾
“"'What is amiss with you that you cannot look forward to God's majesty,”
তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর প্রভাব-প্রতিপত্তিকে ভয় কর না? [১] [১] وَقَار শব্দটি توقير থেকে গঠিত। অর্থ হল শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, প্রতিপত্তি। আর رجاء এর অর্থ এখানে خوف (ভয়)। অর্থাৎ, যেভাবে তাঁর বড়ত্বের দাবী তোমরা সেভাবে তাঁকে ভয় করো না কেন? এবং তাঁকে এক মনে করে তাঁর আনুগত্য কর না কেন?