Nooh • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ بِسَاطًۭا ﴾
“"'And God has made the earth a wide expanse for you,”
আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন --[১] [১] অর্থাৎ, এটাকে বিছানার মত বিছিয়ে দিয়েছেন। তোমরা এর উপর ঐভাবেই চলাফেরা করে থাক, যেভাবে তোমরা নিজেদের ঘরে বিছানার উপর চলাফেরা ও উঠা-বসা কর।