Al-Jinn • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ قُلْ إِنِّى لَآ أَمْلِكُ لَكُمْ ضَرًّۭا وَلَا رَشَدًۭا ﴾
“Say: "Verily, it is not in my power to cause you harm or to endow you with consciousness of what is right."”
বল, ‘আমি তোমাদের অপকার অথবা উপকার কিছুরই মালিক নই।’ [১] [১] অর্থাৎ, তোমাদেরকে হিদায়াত দানের অথবা ভ্রষ্ট করার বা অন্য কোন প্রকারের লাভ-ক্ষতি, ইষ্ট-অনিষ্ট বা উপকার-অপকার করার কোনই এখতিয়ার আমার নেই। আমি কেবল আল্লাহর এমন একজন বান্দা, যাকে তিনি অহী ও নবুঅতের জন্য নির্বাচন করে নিয়েছেন।