Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ﴾
“and yet, he greedily desires that I give yet more!”
এরপরও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দিই।[১] [১] অর্থাৎ, কুফরী ও অবাধ্যতা করা সত্ত্বেও সে চায় যে, তাকে আমি আরো অধিক দিই।