Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ ﴾
“yea, he destroys himself, the way he meditates!”
আবার ধ্বংস হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল! [১] [১] এই বাক্যগুলো তার প্রতি বদ্দুআ স্বরূপ ব্যবহার করা হয়েছে। ধ্বংস হোক! বিনাশ হোক! এমন কথা সে চিন্তা করেছে?