Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴾
“and then he frowns and glares,”
অতঃপর সে ভ্রূকুঞ্চিত ও মুখ বিকৃত করল। [১] [১] অর্থাৎ, উত্তর চিন্তা করার সময় চেহারা বিকৃত করল এবং ভ্রূ-কুঞ্চিত করল। যেমন, কোন জটিল বিষয়ে চিন্তা করার সময় সাধারণতঃ মানুষের হয়ে থাকে।