Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ نَذِيرًۭا لِّلْبَشَرِ ﴾
“a warning to mortal man –”
মানুষের জন্য সতর্ককারী। [১] [১] অর্থাৎ, এই জাহান্নাম সতর্ককারী। অথবা এই সতর্ককারী হলেন নবী (সাঃ) অথবা কুরআন মাজীদ। কেননা, কুরআন মাজীদও তার বর্ণিত অঙ্গীকার ও ধমকের মাধ্যমে মানুষের জন্য সতর্ককারী ও ভীতিপ্রদর্শনকারী।