Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَثِيَابَكَ فَطَهِّرْ ﴾
“And thine inner self purify!”
তোমার পরিচ্ছদ পবিত্র রাখ। [১] [১] অর্থাৎ, অন্তর ও নিয়তকে পবিত্র রাখার সাথে সাথে কাপড়কেও পবিত্র রাখ। এই নির্দেশ এই জন্য দেওয়া হয় যে, মক্কাবাসীরা পবিত্রতার প্রতি যত্ন নিত না।