Al-Muddaththir • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ ﴾
“and neither did we feed the needy;”
আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না। [১] [১] নামায হল আল্লাহর অধিকার এবং মিসকীনদেরকে খাবার দেওয়া হল বান্দাদের অধিকার। অর্থ দাঁড়াল, আমরা না আল্লাহর অধিকার আদায় করেছি, আর না বান্দাদের।