Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ ﴾
“on that Day will man exclaim "Whither to flee?"”
সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? [১] [১] অর্থাৎ, যখন এ সব ঘটনাবলী ঘটবে, তখন মানুষ আল্লাহ অথবা জাহান্নামের আযাব থেকে পলায়নের পথ খুঁজবে, কিন্তু তখন পলায়নের পথ কোথায় পাবে?