Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ ﴾
“With thy Sustainer, on that Day, the journey's end will be!”
সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। [১] [১] যেখানে তিনি বান্দার মাঝে বিচার-ফায়সালা করবেন। এ সম্ভব হবে না যে, কেউ আল্লাহর এই আদালত থেকে নিজেকে গোপন করে নেবে।