Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ ﴾
“even though he may veil himself in excuses.”
যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। [১] [১] অর্থাৎ লড়াই করুক, ঝগড়া করুক, আর যত অপব্যাখ্যা করবে করুক; এ রকম করে তার না কোন লাভ হবে, আর না সে নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে।