Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَتَذَرُونَ ٱلْءَاخِرَةَ ﴾
“and give no thought to the life to come [and to Judgment Day]!”
এবং পরকালকে উপেক্ষা কর। [১] [১] অর্থাৎ, কিয়ামতের দিনকে মিথ্যা ভাব, আল্লাহর অবতীর্ণকৃত বিষয়ের বিরোধিতা কর এবং সত্য থেকে এই জন্যই মুখ ফিরিয়ে নাও যে, তোমরা দুনিয়ার জীবনকেই সব কিছু ভেবে নিয়েছ এবং আখেরাতকে তোমরা একেবারে ভুলে গেছ।