Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌۭ ﴾
“looking up to their Sustainer;”
তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। [১] [১] এটা হবে ঈমানদারদের চেহারা। তারা নিজেদের শুভ পরিণামের কারণে বড়ই প্রশান্ত, প্রসন্ন ও দীপ্তিমান হবে। এ ছাড়া তারা আল্লাহর মুখমন্ডল দর্শন লাভেও ধন্য হবে। যা সহীহ হাদীসসমূহে সুসাব্যস্ত এবং আহলে-সুন্নাহর সর্বসম্মত আকীদাও এটাই।