Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَقِيلَ مَنْ ۜ رَاقٍۢ ﴾
“and people ask, "Is there any wizard [that could save him]?"”
এবং বলা হবে, কেউ ঝাড়ফুঁককারী আছে কি? [১] [১] অর্থাৎ, উপস্থিত ব্যক্তিদের মধ্য হতে কেউ এমন আছে কি, যে ঝাড়-ফুঁকের মাধ্যমে তোমাদেরকে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দেবে। কেউ কেউ এর তরজমা এইভাবেও করেছেন যে, 'এবং বলা হবে, (তার আত্মাকে নিয়ে আসমানে) আরোহণকারী কে?' রহমতের ফিরিশতা, না আযাবের ফিরিশতা? এই অর্থে এটা হবে ফিরিশতাদের কথা।