Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ ﴾
“the while he [himself] knows that this is the parting,”
সে দৃঢ়-বিশ্বাস করে নেবে, এটাই তার বিদায়ের সময়। [১] [১] অর্থাৎ, যার আত্মা তার কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়ে যাবে, সে নিশ্চিত হয়ে যাবে যে, এখন তার মাল-ধন, সন্তান-সন্ততি এবং দুনিয়ার প্রতিটি জিনিস থেকে পৃথক হয়ে বিদায় নেওয়ার পালা।