Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴾
“but, on the contrary, he gave the lie to the truth and turned away [from it],”
বরং সে মিথ্যা মনে করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। [১] [১] অর্থাৎ, রসূল (সাঃ)-কে মিথ্যাজ্ঞান করেছে এবং ঈমান আনয়ন ও আনুগত্য করা হতে মুখ ফিরিয়ে নিয়েছে।