Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ ﴾
“and ever nearer unto thee, and nearer!”
আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। [১] [১] এটা তিরস্কার বাক্য। এর প্রকৃত গঠন ছিল এই রকম, أَوْلاَكَ اللهُ مَا تَكْرَهُهُ আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক, যা তোমার কাছে অপছন্দনীয়! (অনুবাদে 'তোমার জন্য দুর্ভোগ' বলে সে কথা প্রকাশ করা হয়েছে।)