Al-Qiyaama • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ﴾
“and the sun and the moon are brought together”
যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। [১] [১] অর্থাৎ, জ্যোতিবিহীন হওয়াতে একরকম করা হবে। অর্থাৎ, চাঁদের মত সূর্যের জ্যোতিও শেষ হয়ে যাবে।