Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ ﴾
“and when the mountains are scattered like dust,”
যখন পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হবে। [১] [১] অর্থাৎ, সেগুলোকে যমীন থেকে উপড়িয়ে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে এবং তা একেবারে পরিষ্কার ও সমতল হয়ে যাবে।