Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ ﴾
“and when all the apostles are called together at a time appointed...”
এবং রসূলগণকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে। [১] [১] অর্থাৎ, বিচার-ফায়সালার জন্য। তাঁদের বয়ানসমূহ শুনে তাঁদের সম্প্রদায়ের ব্যাপারে ফায়সালা করা হবে।