Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ ﴾
“For what day has the term [of all this] been set?”
এই সমুদয় বিলম্বিত করা হয়েছে কোন্ দিবসের জন্য? [১] [১] এখানে জিজ্ঞাসা মাহাত্ম্য ও বিস্ময় প্রকাশের জন্য। অর্থাৎ, কি মহান দিনের জন্য, ঐ নবীদেরকে একত্রিত হওয়ার সময় বিলম্বিত করা হয়েছে; যেদিনের কঠিনতা এবং ভয়াবহতা মানুষের জন্য বড়ই বিস্ময়কর হবে।