Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا ﴾
“Consider these [messages] that spread [the truth] far and wide,”
শপথ মেঘমালা-সঞ্চালনকারী বায়ুর। [১] [১] অথবা সেই ফিরিশতাদের শপথ! যারা মেঘমালা বিস্তৃত করে কিংবা যারা মহাশূন্যে নিজেদের ডানা প্রসারিত করে। তবে ইমাম ইবনে কাসীর (রঃ) এবং ইমাম ত্বাবারী (রঃ) (المرسَلات، العاصِفَات، الناشِرات) এই তিন শব্দ থেকে হাওয়া অর্থ নেওয়াকেই প্রাধান্য দিয়েছেন। তরজমাতেও এই অর্থই করা হয়েছে।