Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ كَأَنَّهُۥ جِمَٰلَتٌۭ صُفْرٌۭ ﴾
“like giant fiery ropes!”
ওটা হলুদ বরণ উটদলের মত। [১] [১] صُفْرٌ হল أَصْفَرٌ এর বহুবচন (হলুদ বর্ণ)। কিন্তু আরবদের নিকট এর ব্যবহার কালো অর্থেও হয়ে থাকে। এই দিক দিয়ে অর্থ হবে, তার এক একটি স্ফুলিঙ্গ এত বড় হবে, যেমন অট্টালিকা বা দুর্গ। আবার প্রত্যেক স্ফুলিঙ্গের আরো অনেক বড় বড় খন্ড হবে, যেমন হয় উট।