Al-Mursalaat • BN-TAFSIR-AHSANUL-BAYAAN
﴿ فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا ﴾
“and then giving forth a reminder,”
শপথ তাদের যারা (মানুষের অন্তরে) উপদেশ পৌঁছিয়ে দেয়।[১] [১] যাঁরা আল্লাহর কালাম পয়গম্বরদের কাছে পৌঁছান অথবা রসূল যিনি আল্লাহ কর্তৃক নাযিলকৃত অহী তাঁর উম্মতের কাছে পৌঁছিয়ে দেন।